অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যের অ্যান শহরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। শুক্রবার বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ঘাঁটিতে থাকা ছয়শ’ সেনা পালিয়ে গেলে এর নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। সেইসাথে রাজ্যের থাণ্ডওয়ে শহরে আরাকান আর্মির হামলায় প্রাণ হারিয়েছে ৪০ সেনা সদস্য। এদের মধ্যে একজন সেকণ্ড ইন কমান্ড ও ক্যাপ্টেন রয়েছে। শহরটি ঘিরে হামলা অব্যাহত রেখেছে বিদ্রোহীরা। সরাসরি সংঘর্ষ এড়িয়ে নৌ ও আকাশ পথে প্রতিরোধ গড়ে তুলছে সেনাবাহিনী।
এছাড়া থাই সীমান্তবর্তী একটি ঘাঁটি ও সাপ্লাই চেইন দখল করেছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন ও মিত্ররা। এসময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদ্রোহীরা। তবে এলাকাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। প্রাণে বাচঁতে এলাকা ছেড়ে পালিয়েছে স্থানীয় বাসিন্দারা।
গত বছরের নভেম্বরে মিয়ানমার জুড়ে নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয়। সেনা শাসিত সরকারকে সরাতে সংঘর্ষ সবচেয়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে রাখাইন রাজ্যে। বর্তমানে রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৫ টিতেই সংঘাত ছড়িয়ে পড়েছে। রাখাইনের অর্ধেকের বেশি জায়গা এখন আরাকান আর্মির দখলে।
দেশজুড়ে এই অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে মিয়ানমার। সম্প্রতি জাতিসংঘের ফাইন্যান্সিয় ফর ডেফেলপমেন্ট ফোরামের সাধারণ বিতর্কে এ আহ্বান জানান মিয়ানমারের রাষ্ট্রদূত।