অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে সারা দেশে ১৭ জোড়া ট্রেন চলছে, আজ থেকে চলবে আরো ১৩ জোড়া ট্রেন। এনিয়ে মোট ৩০ জোড়া ট্রেন চালু হলো।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আজ থেকে ১২ জোড়া আন্তনগর এবং একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে। ট্রেনগুলো তাদের পুরনো সময়সূচি অনুযায়ি চলাচল করবে।
আজ যে সব ট্রেন চালু হচ্ছে সেগুলো হলো, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে আগামী ৩১ আগস্টের মধ্যে সব ট্রেনের চাকাই সচল হবে বলে জানা গেছে।
করোনার ঝুঁকি মাথায় রেখে এখনো রেলের সব টিকেট অনলাইনেই বিক্রি হচ্ছে। তবে আজকে থেকে একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে কাটা টিকেটে অন্য যাত্রী ভ্রমণ করতে পারবেন না।
করোনা মহামারি ঠেকাতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা