অনলাইন ডেস্ক
ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে শুরু হলো ২৭তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টি দেশের ১৭টিসহ বিভিন্ন পণ্যের মোট ৩৫১টি স্টল থাকছে দ্বিতীয়বার আয়োজিত এই এক্সিবিশন সেন্টারের মেলায়।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে কেউ সরকার নির্ধারিত জায়গার বাইরে শিল্প কারখানা করলে কোন সহযোগিতা করা হবে না বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পণ্যের বহুমুখী বাজার তৈরি জরুরী। বিশ্বের বিভিন্ন দেশে যাতে বাংলাদেশী পণ্যের চাহিদা বাড়ে সেই লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারীর সময়ে দেশের মানুষকে ভাল রাখার সব চেষ্টা করা হয়েছে। সরকারের নানা পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি ও ভালো অবস্থায় আছে বলে জানান তিনি।
জ্বালানি তেলের চাহিদা মেটাতে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানি চেষ্টা হচ্ছে বলে জানান সরকার প্রধান। এবছর বাণিজ্য মেলায় ও পাট যাত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা