রংপুর মেডিকেলে ভর্তি ছাত্রের দেহে করোনা ভাইরাস পায়নি আইইডিসিআর
সিনিয়র স্টাফ রিপাের্টার
গত ৮ ফেব্রুয়ারী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২০১৯- করোনা সংক্রমণ সন্দেহে ভর্তি হওয়া চীন ফেরত বাংলাদেশের নাগরিকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় তার দেহে ২০১৯- করোনা পাওয়া যায়নি।এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন সন্দেহভাজন করোনা ভাইরাস রোগী সনাক্ত। তিনি গত ৩০ জানুয়ারি বাংলাদেশে আসেন।
সোমবার ( ১০ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
তিনি জানান, সম্ভাব্য বা সন্দেহজনক বা পরীক্ষাধীন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে রোগীর নাম, ঠিকানা, ছবি সংবাদ মাধ্যমে প্রদান ও প্রকাশ করলে তার ব্যক্তিগত ও সামাজিক গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হয়, যা চিকিৎসা বিজ্ঞান ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ জন যাত্রী সুস্থ আছেন।
তিনি জানান, গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আইইডিসিআর ৯০২৪৫ জন যাত্রীর স্ক্রিনিং করেছে। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৩২৩৩৭ জন, দু’টি সমুদ্র বন্দরে (চট্টগ্রাম সমুদ্র বন্দও ও মংলা সমুদ্র বন্দর) স্ক্রিনিং যাত্রীর সংখ্যা ৬৪৪ জন, অন্যান্য চালু স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং যাত্রীর সংখ্যা ৫৭২০৮ জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
এসময় আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ. এস.এম. আলমগীর উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেশ
যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরার দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখ ঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে।
প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুনঃ ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয়
× ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) × অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না × ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন × কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) × অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহার করুন × মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন × অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন × জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন × অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা