অনলাইন ডেস্ক
মঙ্গলবার বিকেলে রংপুর-বদরগঞ্জ সড়কে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
নিহত ফরহাদ হোসেন দিনাজপুর জেলার জালালপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রংপুরে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। এ সময় পাকেরমাথা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য ফরহাদ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রংপুর মেট্রোপলিটনের একটি থানায় কর্মরত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা