অনলাইন ডেস্ক
ফরাসি ক্লাব পিএসজির হয়ে দুই বছর খেলা ছাড়া মেসির ক্লাব ক্যারিয়ারের পুরোটা জুড়েই আছে বার্সেলোনা। শৈশব থেকে শুরু করে ক্লাব ক্যারিয়ারে নিজের সব গুরুত্বপূর্ণ অর্জনও এসেছে কাতালান ক্লাবটির হয়েই। সময়ের সেরা প্রতিভাবান খেলোয়াড় থেকে হয়ে ওঠেছেন প্রজন্মের কিংবদন্তী। বার্সা ছাড়ার পর থেকেই বারবার নিজের প্রিয় ঠিকানায় ফিরতে চেয়েছেন এ ফুটবল জাদুকর। তার ফেরা নিয়ে চেষ্টাও কম হয়নি। আর্থিক সঙ্কটে জর্জরিত বার্সেলোনা শেষ পর্যন্ত পেয়েছিল লা লিগার সবুজ সঙ্কেতও। কিন্তু তবুও নীড়ে ফেরা হল না তার।
বার্সেলোনায় ফেরায় তীব্র ইচ্ছা স্বত্বেও আর্থিক সঙ্কটে থাকা প্রিয় ক্লাবকে বিপদে ফেলতে চাননি মেসি। তাকে ফেরাতে হলে অন্য ফুটবলারদের বিক্রি করতে হত ক্লাবটির, কমাতে হতো তাদের বেতন। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাতলারে মেসি বলেন, ‘শুনেছিলাম, (আমার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বেচতে হবে বা খেলোয়াড়দের বেতন কমাতে হবে। আমি এর ভেতর দিয়ে যেতে চাইনি।’
প্রিয় ক্লাবে ফেরার ব্যাপারে উদ্গ্রীব আলবিসেলেস্তে অধিনায় বলেন, ‘আমি সত্যিই ফিরে আসতে চেয়েছিলাম, উদগ্রীব হয়ে ছিলাম ফেরার জন্য। কিন্তু, আমি চলে যাবার সময় যে পরিস্থিতি হয়েছিল, তার পুনরাবৃত্তি চাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে ছেড়ে দিতে চাই না। আমি শুনেছি লা লিগা অনুমোদন দিয়েছিল, কিন্তু তারপরও অনেক কিছু করতে হতো’
আবার বার্সেলোনারই কিছু মানুষ নাকি চায়নি তিনি আবার ফিরে আসুক ক্লাবটিতে, এমন ইঙ্গিতও দেন মেসি। কারো নাম উল্লেখ না করলেও মেসি বলেন, ‘আমি নিশ্চিত যে ক্লাবে এমন কিছু লোক আছে যারা চায় না আমি বার্সায় ফিরি।’ ফেরার ব্যাপারে আলোচনা হলেও তা কখনোই আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে রূপ নেয়নি জানিয়ে তিনি বলেন, ‘এমনকি বার্সেলোনার সঙ্গে চুক্তি নিয়েও আমরা আলোচনা করিনি! তারা আমাকে একটি প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু কখনই অফিসিয়াল, লিখিত কিংবা স্বাক্ষরিত কোনো প্রস্তাব ছিল না। কখনোই আমার বেতন নিয়ে আলোচনা করিনি। এখানে অর্থের বিষয় ছিল না, তেমন হলে আমি সৌদিতে যোগ দিতাম।’
সব মিলিয়ে শেষ পর্যন্ত নিজের প্রিয় ক্লাবে ফেরা না হলেও তাতে কোনও আক্ষেপ নেই তার, বলেন, ‘আমি বার্সেলোনার কাছাকাছি থাকতে চাই। আমি আবার বার্সেলোনায় থাকব, এটা আগেই ঠিক হয়ে গেছে। আমি আশা করি একদিন ক্লাবকে সাহায্য করব, কারণ এটা আমার প্রিয় ক্লাব। ‘
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা