অফিসের নিয়মকানুন-এর পাশাপাশি রয়েছে পোশাক নির্বাচনের ঝামেলা। অফিস নিয়ে যারা চিন্তা করেন তাদের মতে, অফিসে উজ্জ্বল, চাকচিক্যময় কোনো পোশাক পরা উচিত নয়।
শালীনতা বজায় রেখে পোশাক নির্বাচন করা উচিত। শর্টস, স্লিভলেস, লার্জ ভি-নেক বা পাতলা পোশাক নির্বাচন করা উচিত নয়। এছাড়াও হাই হিল বা হাই নেক এবং যেসব জুতা পড়লে হাঁটার সময় শব্দ হয়, সেসব জুতা এড়িয়ে চলা উচিত।
প্রতিষ্ঠানের ধরণ-প্রচলিত সংস্কৃতি ও অন্য সহকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে দৃষ্টিনন্দন পোশাক নির্বাচন করা উচিত। পুরুষদের ক্ষেত্রে অফিসে হাফ হাতা শার্ট, জিনসের প্যান্ট ও স্যান্ডেল এড়িয়ে চলা ভালো। স্যান্ডেল যদি একান্ত পরতেই হয় তাহলে যতটা সম্ভব পা ঢাকা থাকে এমন স্যান্ডেল পরা উচিত। অফিসে সাধারণত হালকা রঙের শার্ট ও গাঢ় রঙের প্যান্টপরা উচিত।
উগ্র রং বাদ দিয়ে সাদা, নীল, সবুজ, কালো, ধূসর এবং এই রং গুলোর শেড দিয়ে শার্ট এবং কালো, নেভি ব্লু, বাদামি, ধূসর এবং এই ধরণের রঙের প্যান্ট পরা ভালো।
আর চটজলদি দরকার পড়লে স্যুট, কোট, টাই যোগ করে জরুরি সময়ে তৈরি হয়ে নেওয়া যায়। ব্যতিক্রম- এখন অনেক বহুজাতিক প্রতিষ্ঠানে আরামদায়ক ও কাজ করতে সহায়ক যেকোনো পোশাক অনুমোদন করা হয়। প্রয়োজন অনুযায়ী মিটিংয়ে স্যুট-কোট-টাই বা ফরমাল পোশাক ব্যবহার করা হয় আর টাই ছাড়া শুধু ব্লেজার দিয়ে স্মার্ট-ক্যাজুয়াল পরেন কেউ কেউ। দু’টিই পরিস্থিতিভেদে বেশ মানানসই।
নারীরা অফিসভেদে তাদের পোশাক নির্বাচন করে থাকেন। টি-শার্ট, শর্টস, থ্রিপিস কিম্বা শাড়ি অফিস ভেদে নারীরা তাদের পছন্দের পোশাক নির্বাচন করেন। এক্ষেত্রে যার যার অফিসের নীতি মেনেই অফিস নির্বাচন করা ভাল।