তাসকিনা ইয়াসমিন : দেশে এ পর্যন্ত মােট ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে ১৫ ই রাজধানী ঢাকায় সনাক্ত হয়েছে। আগামী দিনগুলিতে এই রোগী বেড়ে আরও বেড়ে যাবার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেন করোনা বোমার উপরে অবস্থান করছে রাজধানী ঢাকা। পুরো দেশেও ধীরে ধীরে এই রোগটি ছড়িয়ে পড়ছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ব্যক্তি উদ্যোগে সবাইকে সচেতন থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলার মাধ্যমে মানুষ নিজেকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারবে।
সূত্র জানায়, রাজধানীর টোলারবাগ এলাকায় এক বয়স্ক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরঠিক পরদিনই পাশের বাড়িতেই মৃত্যুবরণ করেছেন আরেক ব্যক্তি। এনিয়ে ঐ এলাকার মানুষের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। পুলিশ রাজধানীর মীরপুর এবং টোলারবাগ এলাকায় বেশ কিছু বাড়ি করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় লকডাউন করেছে অর্থাৎ কাউকে বের হতে দিচ্ছেননা।
ডা. মীরজাদী জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের ১৫ জন, মাদারীপুরের ১০ জন, নারায়ণগঞ্জের ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লা, গাজীপুর এবং চুয়াডাঙ্গায় একজন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
করােনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এ নিয়ে চিকিৎসক সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। এটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছেন, চিকিৎসকের এখন তেমন পিপিইর দরকার নেই।
এনিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। চিকিৎসকরা বলছেন দায়িত্বশীল পদে থেকে কেউ দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা মেনে নেয়া যায়নি।
দিনে দিনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যেই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সরকাির চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল। এসময় গণপরিবহন চলাচল সীমিত থাকবে। জনসাধারণকে যত সম্ভব গণপরিবহন পরিহারে পরামর্শ দেয়া যাচ্ছে। যারা জরুরি প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই করোনাভাইরাস সংক্রমিত হওয়া থেকে মুক্ত থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গাড়িচালক এবং সহকারীদেরকে অবশ্যই মাস্ক ও গ্লাভসসহ পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ থেকে ২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এ বন্ধের সঙ্গে সংযুক্ত থাকবে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবার জন্য এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।’
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ঠিক সেই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ১শ ৪২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৬৯ জন। মোট মারা গেছেন ১২৭৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬শ জন। এরমধ্যে দক্ষিণ এশিয়ায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২৫৭ জন। গত ২৪ ঘন্টায় ২৭৮ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৪৫ জন। গত ২৪ ঘন্টায় সাত জন মারা গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধ প্রসঙ্গে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নিয়মিত সাবান এবং পানি দিয়ে দুই হাত ধোবেন। অপরিস্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। এখানে শুধু কোভিড-১৯ এর জন্য প্রযোজ্য নয়, যেকোন ধরণের শ্বাস তন্ত্রের সংক্রমণ যদি থাকে তার সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া যদি প্রয়োজন হয়, অসুস্থ হলে মাস্ক ব্যবহার করুন। কারো সাথে করমর্দন করা কোলাকুলি করা থেকে বিরত থাকুন। বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন। যারা দেশের বাইরে আছেন তারা দেশে ফেরা থেকে বিরত থাকুন। বিশেষ গ্রুপ যারা আমাদের অতি বয়স্ক ব্যক্তি তারা যেন ঘরের মধ্যে থাকেন, প্রয়োজন না হলে বাইরে যেন বের না হন। হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছাড়া অসুস্থরা বাইরে যাবেন না। কারো কোন অনুষ্ঠান থাকলে সেটা এখন বাদ দিনভীড় এড়িয়ে চলেন এমনকি অপরিচিত যদি বাসায় আসেন তাকে যেন এড়িয়ে থাকেন। বাইরে থেকে কেউ এসেছেন এমন কেউ হলে তাদের থেকে দূরত্ব বজায় রাখেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা