অনলাইন ডেস্ক
যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
এসময় ষড়যন্ত্র ও সংঘাতের পথ পরিহার করে বিএনপিকে স্বাভাবিক রাজনীতি করার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, গাইবান্ধার উপ-নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে তেমনি আগামী জাতীয় নির্বাচনও তেমন সুষ্ঠু হবে।
এর আগে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
আরোও পড়তে পারেন : গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ