ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা (৪৪) মারা গেছেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার উত্তর দনিয়ার ভাড়া বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দুই বছর যাবৎ কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদা ইয়াসমিন ঝুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট বোন ফারজানা ইয়াসমিন। তিনি বৃদ্ধা মা, দুই বোন, এক ভাই ও এক কন্যাসন্তান রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আজ বুধবার সকাল ১০টায় গ্রামের বাড়ি শরীয়তপুরের গৌরাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
সংগঠনের সহদপ্তর সম্পাদক পারভীন খানম মিশু বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝুমা চিকিৎসাধীন ছিলেন। গতকাল তাঁর মৃত্যুর সংবাদ শুনেছি। তিনি যুব মহিলা লীগের একজন একনিষ্ঠ নেত্রী ছিলেন। তাঁকে হারিয়ে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
ফরিদা ইয়াসমিন ঝুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা