১৩তম যুব বিশ্বকাপ ক্রিকেট আসরের পর্দা উঠছে আজ শুক্রবার। দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার (১৮ জানুয়ারি) প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট দল।
যুব বিশ্বকাপের মঞ্চ থেকেই এক সময় উঠে এসেছিলেন ইউনিভার্স বস। ক্রিস গেইলের দাপট এখনও থামেনি। যুবরাজ সিং থেকে বিরাট কোহলিদের উত্থানও ঠিক ওই ভাবেই। কেন উইলিয়ামসন কিংবা স্টিভ স্মিথদেরও। আবার হালফিলের পৃথ্বী সাউ, শুবমান গিল, ঈশান পোড়েলরা নিজদের চিনিয়েছেন নিজেদের। এই মঞ্চকেই রঙিন করার জন্য নামছে ক্রিকেট দুনিয়ার একঝাঁক নতুন মুখ।
চার বারের চ্যাম্পিয়ন ভারত এ বারও ফেভারিট হিসেবে নামছে। গত বিশ্বকাপে নিউ জিল্যান্ডে পৃথ্বী সাউয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এ বার প্রিয়ম গর্গের নেতৃত্বে ছোটদের টিম ইন্ডিয়ার বিশ্ব খেতাব ধরে রাখার লড়াই।
১৯৯৮ সাল থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিয়মিত দল পাঠায় বাংলাদেশ। দেশের মাটিতে ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা প্রথমবার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে না হারলে সেবারই স্বপ্ন পূরণে ফাইনালের খেলার সুযোগ হয়ে যেতো বাংলাদেশের।
গ্রুপ পর্বে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। এ গ্রুপে: ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। বি গ্রুপে: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নাইজেরিয়া। সি গ্রুপে: বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ডি গ্রুপে: দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত।
এই চার গ্রুপ থেকে শীর্ষ ৮ দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ। যা হবে বিশ্বকাপের স্বাভাবিক ফরম্যাটে। প্রথমে ৮ দল নিয়ে কোয়ার্টার ফাইনাল। এরপর জয়ী চার দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুই দল ৯ ফেব্রুয়ারি লড়বে শিরোপার জন্য।
বাংলাদেশ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা