অনলাইন ডেস্ক
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের পর্দা নামবে আজ (শনিবার)। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব গেমসের চূড়ান্ত পর্বের সমাপনী অনুষ্ঠান হবে।
‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে ছুুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে গত ৫ই মার্চ শুরু হয়েছিলো শেখ কামাল যুব গেমসের চূড়ান্ত পর্ব। ঢাকায় আয়োজিত চুড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, সমান সংখ্যাক রৌপ্য ও ২৮৭টি ব্রোঞ্জপদকের জন্য প্রায় চার হাজার ক্রীড়াবিদ অংশ নেয়।
সমাপনী দিনে গেমসের অন্যতম সেরা আকর্ষণ পুরুষ ও নারীদের ১শ’ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ৪৭টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য এবং ৫৭টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। আর ৪৪টি স্বর্ণ পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
সমাপনী অনুষ্ঠানে গেমসের চূড়ান্ত পর্বের বিভিন্নমাঠের লড়াইয়ের ভিডিও চিত্র তুলে ধরা হবে।
আরোও পড়তে পারেন : ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান