অনলাইন ডেস্ক
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুয়েত অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৮৫ রানের জুটি গড়েন অপর ওপেনার মাহফিজুল এবং মোল্লা। আইচ ২০ রান করে আউট হলেও মাহফিজুল খেলেন ১১৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। হাঁকিয়েছেন ১২টি চার এব ৪টি ছক্কা। আরিফুল (২০) আর উইকেটকিপার তাজিবুল (২৩) ছোট হলেও অবদান রাখেন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রান্তিক আজ ৫ রানে আউট হন। তবে মেহরব আজও কার্যকর ইনিংস খেলেছেলেন। তার ব্যাট থেকে এসেছে ২৪ বরে ৫ চার ১ ছক্কায় ৪২ রানের ইনিংস। শেষদিকে নাইমুল (১০), রকিবুল (২১) আর মুশফিক হাসানের (১৩) ছোট ছোট অবদানে বাংলাদেশ ৪৯.২ ওভারে ২৯১ রান তুলে অলআউট হয়।
বল হাতে ৪০ রানে ৩ উইকেট নেন কুয়েতের আব্দুল সাদিক। ২টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ উমর এবং হেনরি থমাস। বাংলাদেশের দেয়া রানের পাহাড় টপকাতে গিয়ে কুয়েত সব উইকেট হারিয়ে ৬৪ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিত ভাবসার। তিনি ৭৭ বলে ৫ চারে ৪৩ রান করেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মির্জা আহমেদের ব্যাট থেকে। তিনি করেন ১১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ৩টি, মেহেরব ও রাকিবুল ২টি করে উইকেট লাভ করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা