যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় গতকাল রোববার দুপুর দুইটায় শুরু হওয়া এই ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই অগ্নিমূর্তি ধারণ করে ভারতীয় ওপেনারকে ভয় ধরিয়ে দেন তানজীম হাসান সাকিব। এর রেশ থেকে যায় ম্যাচ শেষ অব্দি।
বাংলাদেশ যখন ভারতকে হারিয়ে উৎসবে মেতেছিল তখন এক যুবার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারতের ক্রিকেটাররা। যা রূপ নেয় ধাক্কাধাক্কিতে। মুহুর্তের মধ্যে দুই দলের কিছু সংখ্যক খেলোয়াড় জড়ো হয়ে যান। শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।
মাঠে ধারাভাষ্য দেওয়া দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় জেপি ডুমিনির একটি ভিডিওতে ধরা পড়ে এই দৃশ্য। তিনি এই ভিডিও টুইট করেছিলেন। দুই দলই আগ্রাসী ছিল। যা বোঝা গিয়েছিল তাদের শরীরি ভাষায়।
এ প্রসঙ্গে আকবর বলেছেন, ‘আমি জানি না কি হয়েছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম কি হয়েছিল। আমি মনে করি যেকোনো জায়গায় এমনটা হওয়া উচিত নয়। আমাদের প্রতিপক্ষের প্রতি সম্মান করা উচিত। খেলাটাকে সম্মান করা উচিত। ক্রিকেটকে বলা হয় জেন্টালম্যানদের খেলা। আমি আমার দলের জন্য দুঃখিত।’
উত্তেজনার শুরু হয় ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই। বোলিং প্রান্তে সাকিব, ব্যাটিং প্রান্তে সাক্সেনা। ব্যাট সোজাসুজি চালানোয় বোলার সাকিবের হাতেই জমা পড়ে। সাকিব বল নিয়েই আগ্রাসীভাবে স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন, সাক্সেনা সরে না গেলে তার মাথায় লাগতো। এরপরই শুরু হয় বাদানুবাদ। শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।
টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
https://youtu.be/OecClmdlE6w
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা