অনলাইন ডেস্ক
অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে তার সরকার সবসময় শিল্প-সাহিত্য চর্চায় গুরুত্ব দিয়ে কাজ করে। সকালে, ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধ মানুষকে কষ্ট দেয়। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে শিল্পীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষ্যে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই আয়োজন। এতে অংশ নিয়েছেন ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পী। গণভবন থেকে ভার্চুয়ালি মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ী শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় তুলে ধরে। আন্দোলন-সংগ্রামে শিল্পের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে শিল্পীদের শিল্পকর্ম মানুষকে উজ্জীবিত করার পাশাপাশি নৃশংসতার চিত্র তুলে ধরেছে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতির বিকাশে কাজ করছে বর্তমান সরকার। শিল্পকলা একাডেমিকে ঢেলে সাজানোর কথাও জানান। প্রধানমন্ত্রী প্রত্যাশা জানান, শিল্পীর আচড়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহতার চিত্রও উঠে আসবে।
বিভিন্ন দেশের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেয়ায় সংস্কৃতির আদান প্রদান হাবার পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা আরোও জ্ঞান অর্জন করবে বলে মন্ত্রব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা