অনলাইন ডেস্ক
দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ ও নির্বিচার বোমা হামলার মধ্যে একটু শ্বাস নেওয়ার সুযোগ মিলছে গাজাবাসীর।
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির ‘সান্নিধ্যে’ রয়েছেন তারা। তিন থেকে পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হতে যাচ্ছে।
হামাস নেতা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি থাকার কথা বললেও ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই একটি চুক্তি হতে পারে। এতে যুদ্ধবিরতির বিনিময়ে হামাস গাজা থেকে জিম্মিদের মুক্তি দেবে।
সংশ্লিষ্টদের মতে, চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে দেবে। হামাসের হাতে ২৩৭ ইসরায়েলি জিম্মি রয়েছে এবং ইসরায়েলের হাতে বন্দি রয়েছে আট হাজারের বেশি ফিলিস্তিনি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির রুটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদেল হামিদ সিয়াম বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে প্রত্যাশিত চুক্তি দোহা থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হতে পারে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি শেষমুহূর্তের কয়েকটি শর্তে দুই পক্ষ একমত হলেই ঘোষণা আসবে। যুদ্ধবিরতি কয়দিনের হবে বা বিরতির দৈর্ঘ্য, কী পরিমাণ মানবিক সাহায্য গাজায় যাবে-বিশেষ করে জ্বালানি এবং মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সংখ্যা- এ কয়েকটি পয়েন্টে একমত হলেই ঘোষণা দেবে দোহা।
অধ্যাপক সিয়াম বলেন, যুদ্ধবিরতি তিন থেকে পাঁচ দিনের হতে পারে। যদিও ফিলিস্তিনিরা পাঁচ দিনের জন্য জোর দিচ্ছে। তারা গাজার জনগণকে সত্যিকারের শ্বাস নেওয়ার সুযোগ দিতে চায়।
বিষয়গুলো নিয়ে সমঝোতার চেষ্টা করছে রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি। সংস্থাটির প্রধান হামাসের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় টানা ইসরায়েলি বিমান হামলায় ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ হাজার। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। এতদিন যুদ্ধবিরতির কোনো দাবিই মানছিল না ইসরায়েল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা