অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ কথা নাই বার্তা নাই, তারা আমাদের ওপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকারের কথা বা ভোটের অধিকারের কথা যদি বলে, আমরা আওয়ামী লীগই তো এদেশে ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায় করার জন্য।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যত রকম সংস্কার দরকার, সেটা আমরাই তো করেছি। আমরা মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছি। সেখানে এই ধরনের স্যাংশন দেয়ার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশের আইন অনুযায়ী, আমার কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সেটা র্যাব, পুলিশ যেটাই হোক, কেউ যদি কোনো অন্যায় করে, আমাদের দেশে কিন্তু তার বিচার হয়। এই বিচার থেকে কেউ রেহাই পায় না।
বঙ্গবন্ধু কন্যা বলেন, ১৯৯৬ সালে খালেদা জিয়া ভোট চুরি করেছিল। সে কিন্তু দেড় মাসও টিকতে পারেনি। আবার ২০০৬ সালে ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছিল তারা। সেই ভোটার লিস্ট নিয়ে যখন ইলেকশনের ঘোষণা দিল, ইমার্জেন্সি জারি হলো। সেই ইলেকশন বাতিল হয়ে গেল। কাজেই আমাদের দেশের মানুষ ভোট সম্পর্কে যথেষ্ট সচেতন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা