প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সহিংসতাকে ‘ভয়ানক ঘটনা’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে হামলাকারী বন্দুকধারীকে ‘নীতিহীন খুনি’ অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রে এক বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির ছয় কর্মচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিলওয়াকিতে অবস্থিত মলসন কুজ বেভারেজ কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
পাঁচ কর্মচারীকে নিহতের পর বন্দুকধারীও আত্মহত্যা করেন। পুলিশ তার গুলিবিদ্ধ মরদেহ কারখানা থেকে উদ্ধার করেছে।
দিল্লি সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪
মিলওয়াকি শহরের পুলিশপ্রধান আলফোন্সো মোরালেস বলেন, ‘ওই সময় কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিল। এ সময় একটি ভবনে গোলাগুলির শব্দ শোনা যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে কারখানা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেছি। রক্তপাতের ঘটনাটি মলসন কুজ কমপ্লেক্সের ভেতরেই সীমাবদ্ধ ছিল। বাইরের কেউ জড়িত ছিল না। মৃত বন্দুকধারী একাই হামলাটি চালিয়েছে। ওই বন্দুকধারী খুনি মিলওয়াকি শহরের ৫১ বছর বয়সী এক বাসিন্দা। ’
তবে কি কারণে বন্দুকধারী শ্রমিকদের ওপর এ হত্যাযজ্ঞ চালিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাননি মোরালেস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সহিংসতাকে ‘ভয়ানক ঘটনা’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে হামলাকারী বন্দুকধারীকে ‘নীতিহীন খুনি’ অভিহিত করেছেন।
Like & Share our Facebook Page: Facebook