যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু ও পাইলটসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকালে ওই দুর্ঘটনা ঘটেছে।
পিলাটাস পিসি-১২ নামে বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল। উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন মিডিয়া জানিয়েছে বিমান বিধ্বস্তের ওই এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা ছিল।
স্থানীয় সময় দুপুরের একটু আগে তুষার ঝড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় বলে ফেডারেল বিমান চলাচল প্রশাসনের (এফএএ) মুখপাত্র লিন লাসনফোর্ড জানিয়েছেন।
দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এক টুইট বার্তায় জানায়, বিমান বিধ্বস্তের ঘটনা তারা তদন্ত করছে। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা