অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে এলোপাতাড়ি গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এবিসি নিউজের।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত অন্য সাত জনের মৃত্যুঝুঁকি নেই। নিহতদের দুজনই পুরুষ।
মিনিয়াপোলিস পুলিশ বিভাগ জানিয়েছে, মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ঝগড়ারত দুই ব্যক্তি একে অন্যের দিকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় আশপাশে থাকা বেশ কয়েকজন হতাহত হয়।
এর আগে গত শুক্রবার মিনিয়াপোলিসে গোলাগুলিতে ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে।
আরোও পড়তে পারেন : প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ