অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ করেই দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
এসময় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯৭০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটবেড হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
দেশটিতে এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা এককভাবে যেকোনো দেশের চেয়ে বেশি। এমনকি সবচেয়ে বেশি মৃত্যু হওয়া ইতালির চেয়ে বেশি।
ইতালিতে এখন পর্যন্ত এক লাখ সাড়ে ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে শুরুর দিকে যেভাবে মৃত্যু হচ্ছিল, এখন সেই পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে।
এদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বোচ্চ ৭৩১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও নিউইয়র্কে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর তা সেখানে ব্যাপক আকার ধারণ করেছে।
যুক্তরাষ্টে করোনার হটবেড হচ্ছে নিউইয়র্ক। সেখানে প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হওয়া ১০ হাজার ৩২৮ জনের মধ্যে পাঁচ হাজার ৪৮৯ জনই নিউইয়র্কের।
নিউইয়র্কের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউজার্সিতে। সেখানে এখন পর্যন্ত এক ২৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত মিশিগানেও করোনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এখন পর্যন্ত ৮৪৫ জন করোনায় মারা গেছে।
দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব তিন মাস ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণের লক্ষণ খুব একটা দৃশ্যমান নয়। করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৭ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৮৩ হাজারের কাছাকাছি। বিবিসি
Like & Share our Facebook Page
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা