অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪১ জন পরিবহনকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। কমপক্ষে ৬ হাজার পরিবহনকর্মী এখন অসুস্থ অবস্থায় আছে। খবর : নিউ ইয়র্ক টাইমস এর।
দেশটির ট্রান্সপোর্ট ব্যবস্থা ভেঙে পড়েছে। যেসব ট্রেন স্টেশনে ৪ মিনিট থামত সেগুলো এখন ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করছে।
নিউইয়র্ক শহরে করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখানকার ট্রান্সপোর্ট অথরিটি বাস,ট্রেন চালু রেখেছিল।
নিউইয়ের্ক করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি(এমটিএ)র পক্ষ থেকে চিকিৎসক,নার্স এবং জরুরীকাজে নিয়োজিতদের জন্য কিছু বাস এবং কমিউটার রেল চালু রাখা হয়েছে।
অনেক পরিবহন কর্মী অসুস্থ হয়ে পড়ায় ট্রান্সপোর্ট অথরিটি নতুন করে চিন্তা করছে।
এমটিএ চেয়ারম্যান প্যাট্রিক জে. ফোয়ে নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনেই পরিবহন কর্মীরা কাজ করছে, সেখানে বলা হয়েছিল সুস্থ যারা তাদের মাস্ক পরার দরকার নেই। কিন্তু তারা এখন মাস্ক পরার কথা ভাবছেন। তারা এরই মধ্যে ৪৬০০০০ মাস্ক তাদের কর্মীদের দিয়েছেন।
তারা নিজেরাই নিজেদের কর্মীদের রক্ষায় এই ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ১৫০০ পরিবহন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। আর ৫৬০৪ জন কোয়ারেন্টিনে আছে।
ক্রিস্টোফার মিলার একজন ট্রেন অপারেটর তিনি ১৮ বছর ধরে এখানে কাজ করছেন। তিনিবলেন, কর্মীর অভাবে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে।
ডানিয়েল ক্রুজ নামের একজন বাস অপারেটরের ২৯ মার্চ করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এর তিনদিন পরেই তার সহকর্মী এই ভাইরাসে মৃত্যুবরণ করে।
ক্রুজ বলেন, আমি আমার চাকরিটাকে ভালবাসি। কিন্তু আমি এখন কাজে ফিরে যেতে পারছিনা। আমরা নিজেদের রক্ষার জন্যই কাজ থেকে সরে গেছি। এখন কাজে যাওয়ার অর্থই হচ্ছে ভাইরাসটাকে ছড়িয়ে দেয়া।