অনলাইন ডেস্ক
গণতন্ত্র রক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরের ‘সামিট ফর ডেমোক্রেসি’তে আমন্ত্রণ করা হয়েছে বিশ্বের ১১০টি দেশকে। সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। এমনকি তালিকায় নেই চীন এবং রাশিয়ার নাম। অথচ গণতন্ত্রের আলোচনা সভায় আমেরিকা আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ানকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, বরাবর তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।
এই বিষয়ে ‘রেডিও ফ্রি এশিয়া’কে দেয়া সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রে মন্ত্রণালয়ের ঝাও লিজিয়ান বলেন, তথাকথিত গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের আমন্ত্রণের বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমেরিকার কাছে আবেদন জানাচ্ছি তারা যেন তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিগুলিকে প্ররোচনা না দেয়।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসের ৯-১০ তারিখ ‘সামিট ফর ডেমোক্রেসি’ নামে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে গণতন্ত্রকে কীভাবে মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে এই সভায়। মূলত তিনটি বিষয়ে আলোচনা হতে চলেছে। একনায়কতন্ত্রের বিরোধিতা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানবাধিকারকে স্বীকৃতি দেয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা