জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর স্ত্রী হেলেনা বেগম হেলী(৫৮) রবিবার (২৯ মার্চ) রাত ১ টা ৩০ মিনিটে নর্থ লন্ডনের কেমডেনে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমা হেলেনা বেগম হেলী, স্বামী, এক পুত্র, এক কণ্যা ও এক নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি লন্ডনের বাঙালী কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন। বৃটেনে অবস্থানরত বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভুমিকা পালন করেছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র শোক
আজ ২৯ মার্চ ২০২০ রবিবার এক বিবৃতিতে জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর স্ত্রী হেলেনা বেগম হেলী মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃদ্বয় বলেন, এ মহিয়সী নারীর মৃত্যুতে লন্ডনের বাঙালী কমিউনিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের প্রিয় মানুষকে হারালো।
অনুরূপ এক বিৃতিতে, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, মরহুমা হেলেনা বেগম হেলীর মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা