অনলাইন ডেস্ক
আধুনিক, আরামদায়ক ও নিরাপদ রেল ভ্রমণ নিশ্চিত করতে নতুন করে ২০০ বগি সংযুক্ত করা হচ্ছে রেলে। এসব বগি এবং এর ব্যবস্থাপনা হবে আন্তর্জাতিক মানের। এ উদ্দেশ্যে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ নামে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। সব ধরনের পরীক্ষামূলক কার্যক্রমনের পর আগামী তিন বছরের মাথায় সাধারণ যাত্রীরা নতুন এ সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এ প্রকল্পে এক হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। বাকি ৩৯৪ কোটি টাকা সরকারের নিজস্ব। প্রকল্পের মোট ব্যয় এক হাজার ৭৯০ কোটি টাকা। আগামী জুনে প্রকল্পের কাজ শুরু হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।
পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুর সঙ্গে রেলসেতু নির্মাণকাজ শেষে রেল যোগাযোগ বিস্তৃত হবে। তখন যাত্রীবাহী নতুন ৪০০ বগির প্রয়োজন হবে। রেলে যাত্রীবাহী বগির সংখ্যা এখন ৪৬৭টি। এর মধ্যে ১৭৬টি ব্যবহারের অনুপযোগী। এ বিবেচনায় ইআইবি-এর ঋণ সহায়তায় নতুন এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ গণমাধ্যমকে বলেন, এ প্রকল্পে বগিপ্রতি ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকার মতো।