রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় মীর হাজীরবাগ চৌরাস্তা ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
নিহত মায়ের নাম সুরাইয়া বেগম (৪৫)। নিহত সুরাইয়া মাদারীপুর জেলার বাসিন্দা মৃত বিল্লাল হাউলদারের স্ত্রী। বর্তমানে মীর হাজীরবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
প্রতিবেশী সাইদুর রাত সাড়ে ১১টায় মুমূর্ষু অবস্থায় সুরাইয়াকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইদুর জানান, নিহতের ছেলে সজীব হোসেন (২০) মায়ের সঙ্গে পারিবারিক বিষয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মায়ের পেটে ছুরিকাঘাত করে। পরে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল থেকে তার ছেলে সজীব হোসেনকে (২০) কে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হয়েছে, ছেলে মাদকাসক্ত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা