মনোরম পরিবেশের বিনোদিয়া ফ্যামিলি পার্ক ঘোরার সময় এখনই। যে কেউ চাইলে যেতে পারেন যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক থেকে।
যশোর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সেনানিবাসের শানতলায় মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত। পার্কটি ১৯৯৮ সালে লে. কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়। আগে এটি উন্মুক্ত থাকলে এখন টিকিট কেটে ঢুকতে হচ্ছে।
বিনোদনের জন্য এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, ছোট্ট নদী, রবীন হুডের ঘর, কৃত্রিম ঝরনা ও ২টি খাবারের স্টল। এখানে ঈদ পুনর্মিলনী, স্কুলের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, মেলা প্রভৃতির আয়োজন করা যায়। যশোর শহরের যে কোন স্থান থেকে রিকশা বা ইজিবাইকে পালবাড়ী মোড়ে যাবেন। সেখান থেকে ইজিবাইকে চুরামনকাঠি যাবেন। একত্রে ৪-৫ জন গেলে ইজিবাইক রিজার্ভ করে যাওয়াই ভালো।
প্রতিদিন সকাল ৮টি থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শীতকালে ৫টা পর্যন্ত। পার্কের কোন সাপ্তাহিক ছুটি নেই।
এখানে প্রবেশ মূল্য একেক জনের জন্য একেক রকম। পার্কিং চার্জ একেক জনের জন্য একেক রকম। নির্ধারিত হারে স্পট ভাড়া দিয়ে ভ্রমণপিয়াসুরা এখানে ঘুরে বেড়াতে পারে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা