যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের দেয়া ১১ দফা দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি ক্রিকেটারদের দাবি প্রসঙ্গে বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। অবশ্যই আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দাবিগুলো লিখিত পেলে বোর্ডে আলোচনা করব। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার। আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে। অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব। সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহার চেষ্টা করব।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এর আগে এমন ঘটনা বিরল। ক্রিকেটাররা সোমবার (২১ অক্টোবর ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তাদের ১১ দফা দাবি পেশ করেন এবং এগুলোর বাস্তবায়ন না হলে কোন ম্যাচ খেলা হবে না বলে জানান।
এ কারণে আগামি মাসে ভারত সফর এবং দেশে চলমান জাতীয় ক্রিকেট লীগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা