অনলাইন ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রূপচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘রাস্তার পাশেই তাদের বাড়ি। সন্ধ্যার পর রাস্তার বিপরীত পাশের প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন ওই নারী। এসময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরোও পড়তে পারেন : মা-বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ