অনলাইন ডেস্ক
শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী ও সচিব রাজীব সরকার।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, ‘বই মেলা শুধু ঢাকা কেন্দ্রিক হওয়া উচিৎ নয়। বই মেলা দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় হওয়া উচিৎ।’
তিনি বলেন, ‘লাইব্রেরিগুলো স্বাধীনতা সংগ্রামের সময় ধ্বংস হয়েছে। এরপর থেকে সমস্ত বই দোকানের কাগজের ঠোঙ্গায় পরিনত হয়েছে। এভাবে অনেক পাঠাগার ধ্বংস হয়ে গেছে। তারপর বাংলা একাডেমি বই মেলা শুরু করেছিল।’
দেশি-বিদেশি বইয়ের সরবরাহ নিয়ে মেলায় ৩৭টি স্টল অংশ নিয়েছে। স্থানীয় লেখকদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা