অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নলকূপ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মোস্তফা (৪০) ও সাইদুল ইসলাম (১৯) নামে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সাইদুল ইসলামের বাড়ির নলকূপের পাইপের ভেতরের রড ছিঁড়ে যায়। গোলাম মোস্তফাকে নিয়ে রড তোলার সময় ওপরের বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে যায়। পরে ওই রড বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরোও পড়তে পারেন : দেশের সব প্রধান নদ-নদীসমূহের পানি সমতল কমছে