অনলাইন ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চারদিন পর নিজ ঘর থেকে আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে মুক্তগাছা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছার পৌর শহরের নন্দীবাড়ি মাঝিপাড়া এলাকার আব্দুর রশীদ গত ১০ অক্টোবর চোখের চিকিৎসা করানোর জন্য নিজ ঘর তালা দিয়ে বের হন। এরপর থেকে গত চারদিন ধরে তিনি নিখোঁজ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বৃদ্ধের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ৯৯৯ এ কল দেন। পুলিশ এসে ঘরের মেঝের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করেন।
আব্দুর রশীদ একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
মুক্তগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরোও পড়তে পারেন : মা-বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ