ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাবটিতে দুই-একদিনের মধ্যেই ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হবে।
নমুনা সংগ্রহ থেকে ল্যাব টেস্ট পর্যন্ত প্রতিটি ধাপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করেই এখানে করোনা টেস্ট শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। ঘাটতি রয়েছে সুরক্ষা সরঞ্জামেরও।
বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম ছাড়া এই ভাইরাসের পরীক্ষা চালানো খুবই ঝুঁকিপূর্ণ। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
করোনা শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে ইতোমধ্যে নতুন যন্ত্রপাতি বসানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো একটি টেকনিক্যাল টিম ল্যাবে থাকা আগের একটি বায়ো-সেফটি কেবিনেট ও পিসিআর সার্টিফাই করে গেছে।
এরইমধ্যে করোনা টেস্টের ২৪০টি কিট ময়মনসিংহ মেডিকেল কলেজকে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, সকল প্রস্তুতি সম্পন্ন। প্রতি তিন ঘণ্টায় এই ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা