ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় অয়ন আহমেদ (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত অয়ন আহমেদ নগরীর আকুয়া দনি পাড়া এলাকার মৃত আব্দুল খালেক ড্রাইভারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮ টার দিকে নগরীর আকুয়া সোহরাবের পুরাতন ইট ভাটায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আকুয়া মোটা বাতর এলাকার লোকজন অয়নকে কুপিয়ে হত্যা করে। পরে ফাঁকা নীরব রাস্তায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অয়নকে দেখে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্য হয় বলে জানান উদ্ধারকারী শাহজাহান নামে এক ব্যাক্তি।
ময়মনসিংহ নগরীর ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ দুলাল উদ্দিন আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরোও পড়তে পারেন : উত্তরায় বিমান দুর্ঘটনা তদন্তে সরকারের কমিশন