ময়মনসিংহে এই প্রথম করোনা রোগির মৃত্যু, নতুন করে আরো ৮ করোনা রোগি সনাক্ত
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলায় এই প্রথম একজন করোনা আক্রান্ত রোগি আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। আব্দুল কাদির (৫০) নামে ওই ব্যক্তি ইটভাটাসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর সূর্য্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র নেতৃত্বে করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই রোগিকে বিশেষ ব্যবস্থায় এম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নগরীর সূর্য্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করার পর থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন করে ময়মনসিংহ জেলায় আরো এক চিকিৎসকসহ ৮ করোনা রোগি সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এরমধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাসকান্দা আমিরাবাদ এলাকায় একজন, গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, স্টাফ নার্স ও অফিস সহকারিসহ তিনজন এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের একই পরিবারের চার জন রয়েছে। আর আগের মোট ১০ জন রয়েছে বলেও জানান তিনি।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা