অনলাইন ডেস্ক
এর আগে শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মুক্তাগাছার গাবতলী বাজার সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুরুজ আলী উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শনিবার রাতে ইউপি মেম্বার সুরুজ আলীর লাশ গাবতলী বাজার মেইনরোডের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাকে ট্রাক চাপা দিয়েছে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কারো সঙ্গে তার বিরোধ ছিল কি না সে বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
নিহতের বড় ভাই মো.শাহজাহান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ আহম্মেদ বলেন, ইউপি নির্বাচনের আগে থেকেই সাবেক মেম্বার সুলতান মিয়ার সঙ্গে সুরুজ আলীর বিরোধ চলছিল। আমাদের মনে হচ্ছে পরিকল্পিতভাবে সুরুজ আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা