ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করার পর ময়মনসিংহ জেলায় ১২ জনসহ ময়মনসিংহ বিভাগের চার জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জে মিলিয়ে মোট ১৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধার পর ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,নতুন করে ময়মনসিংহ জেলায় আরো ১২ করোনা রোগি করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সদরে ৪ জন, ঈশ্বরগঞ্জ উপজেলা ২ জন,নান্দাইলে ২ জন, ফুলপুরে ১জন, হালুয়াঘাটে ১ জন ও মুক্তাগাছা উপজেলায় ২ জন।
তিনি আরো জানান, রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ময়মনসিংহ বিভাগের চার জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জে মিলিয়ে মোট ৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ডাক্তারসহ ১৯জনের করোনা পজিটিভ পাওয়া গেছে,এর মাঝে ময়মনিসহে ১২, জামালপুরে ১, শেরপুরে ২, টাঙ্গাইল ২ ও কিশোরগঞ্জে ২ জনের করোনা আক্রান্ত হয়েছে।’