মৌলভীবাজারে পৌর শহরে জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোরে এ আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), শ্যালকের বউ দিপা রায় (৩৫) ও দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
৪ মাসেও পাওয়া যায়নি হাসপাতালে ভর্তি সেই অন্তঃসত্ত্বা নারীর পরিচয়
স্থানীয়রা জানান, সুভাষ রায় দোকানটি পরিচালনা করতেন; তার বাসাও ছিল দোকান লাগোয়া। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুনে দোকান ও বাসা দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দেব পাঁচটি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা