অনলাইন ডেস্ক
মোহাম্মদপুর বাবর রোডের জহুরি মহল্লায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে এই আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, জহুরি মহল্লার পোড়ায় প্রায় ৪০টি বস্তিঘর রয়েছে। এছাড়া শতাধিক আধাপাকা ঘর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
অগ্নিকাণ্ডে কোনো নিহত বা আহতের কোনো খবর এখনো পাওয়া যায় নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত সে ব্যাপারেও এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরোও পড়তে পারেন : শেরপুর রহিমা নওশের আলী কলেজের সভাপতি হলেন মাহমুদুল হাসান রনি