মানবজীবনে অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। এটি ছাড়া যেন দৈনন্দিন জীবন ভাবাই যায় না। অন্যদিকে বিশ্বজুড়ে এখন আতঙ্ক করোনা ভাইরাস, কাঁপছে বাংলাদেশও। জানা গেছে, মানুষের নিত্যদিনের সঙ্গী মোবাইলেও ছড়াতে পারে প্রাণঘাতী এ ভাইরাস।
হু (WHO) এর সঙ্গে যুক্ত চিকিৎসকরা মোবাইলের দিকেও খেয়াল রাখতে বলছেন। মোবাইল থেকে করোনা ছড়ায় না ঠিকই, তবে করোনা-ঠেকাতে মোবাইল পরিষ্কারের একটা ভূমিকা রয়েছে বলেই দাবি WHO-এর।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম জানায়, মোবাইল ফোনের স্ক্রিনেও থাকতে পারে করোনাভাইরাস। যা সক্রিয় থাকতে পারে চারদিন। এর থেকে জীবাণু ছড়িয়ে যেতে পারে মানুষের শরীরে।
করোনাভাইরাসের সংস্পর্শে থাকা কোনও ব্যক্তির মোবাইল ফোনেও করোনাভাইরাস এতে কোনও সন্দেহ নেই।
গবেষকরা জানিয়েছে, যেকোনও রকম ধাতু, কাচ, প্লাস্টিকে করোনাভাইরাস ৯ দিন পর্যন্ত থাকতে পারে। তাই মাস্ক পরা, বারবার হাত ধোয়ার পাশাপাশি মোবাইল পরিষ্কার রাখুন।
ফোন পরিস্কার করার জন্যে ব্যবহার করুন ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ বা ক্লোরক্স ডিসইনফেক্টিং ওয়াইপস। বা স্পিরিট মাইক্রোফাইবার কাপড়ে দিয়েও পরিষ্কার করতে পারেন।
ফোন ব্যবহারের আগে ও পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন বা বারবার স্যানিটাইজার ব্যবহার করুন।
ফোন পরিস্কার করার আগে ফোন চার্জ থেকে খুলে নিন।
ফোন ব্যাক কভার পরানো থাকলে সেটাও খুলে পরিস্কার করে নিন। প্লাস্টিক এবং সিলিকনের ব্যাক কভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম জলে ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করুন।
লেন্সের কাপড় দিয়ে ফনের স্ক্রিন মাঝের মধ্যে মুছে ফালুন। আর পারলে ফোন বন্ধ করে কাপড় হাল্কা করে ভিজিয়ে মুছে নিন।
ফোন সরাসরি কানের কাছে এনে কথা বলার থেকে দূরে থাকুন। কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন।
ইয়ারবাড দিয়ে চার্জ দেওয়ার জায়গা এবং হেডফোনের জ্যাক পরিষ্কার করে নিন।
বিশেষজ্ঞদের মতে, ফোন জীবাণুমুক্ত করার জন্য দিনে দু’বার মাইক্রো ফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন।
ফোন পরিষ্কার করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে ফোন ব্যবহার করবেন।
তবে স্মার্টফোনের স্ক্রিনটি অ্যালকোহল দিয়ে মুছবেন না, এতে স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে।
অন্য কারও ফোন বা ল্যাপটপ স্পর্শ করা এড়িয়ে চলুন এবং আপনার জিনিস অন্যকে দেওয়া থেকেও বিরত থাকুন। নিউজ১৮।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা