প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে ফাদার অফ ইন্ডিয়া বলেও সম্বোধন করলেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্কে মোদীকে ‘ফাদার অফ ইন্ডিয়া’র পাশাপাশি রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করলেন ট্রাম্প।
উল্লেখ্য, রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে মোদীর সাথে ট্রাম্পকে একমঞ্চে দেখা যায়। বক্তব্য দিয়ে উপস্থিত প্রবাসীদের মন জয় করেন উভয় নেতাই।
সেদিন ট্রাম্পের উপস্থিতিতে খুশি হয়ে ট্যুইট করেছিলেন মোদী। তারপরেই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, মোদী খুব ভদ্রলোক ও মহান নেতা।
ভারতের অবস্থা একপর্যায়ে খারাপ থাকলেও সবাইকে নিয়ে তিনি উন্নতির শীর্ষে নিয়ে গেছেন। বাবা যেমন সবাইকে আগলে একসঙ্গে নিয়ে চলে, মোদীও তাই করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো তাকে ফাদার অব ইন্ডিয়াই বলি।
ট্রাম্প বলেন, আমার ডান দিকে যে ভদ্রলোক বসে আছেন তাকে সবাই ভালোবাসে। তিনি হলেন ভারতের এলভিস (এলভিস প্রেসলি)। জি নিউজ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা