অনলাইন ডেস্ক
এ উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৪৪ সালের ১লা এপ্রিল পুরান ঢাকার আবদুল আজিজ ও মুন্নি বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পেয়ে এসময় ছয়দফা মুক্তি সনদ প্রণয়ন ও প্রচারে এবং ৬৯-এর গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন মোহাম্মদ হানিফ।
তিনি ১৯৬৭ সালে বিয়ে করেন। এ দম্পতির এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। তার ছেলে মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আওয়ামী লীগ সরকার গঠনে ভূমিকা রাখেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হন। ২০০৬ সালের ৮ই ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন।
২৮শে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
„
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা