অনলাইন ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনেই দখলে নিয়েছিল আওয়ামী লীগ। বিরোধী প্রার্থীরা নূন্যতম প্রতিযোগিতায় ফেলতে পারেনি নৌকাকে। তবে এবার দুইটি আসনেই নৌকাকে স্বতন্ত্র প্রার্থীদের বাধার মুখে পড়তে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় আওয়ামী লীগের শক্তিশালী নেতা হওয়ায় ভোটের মাঠে সমানতালে দাপিয়ে বেড়াচ্ছে সব পক্ষই।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন। এ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন। তবে ম‚ল লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও দুইবারের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের মধ্যে।
অন্যদিকে গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে প্রার্থী ছয়জন। এখানে নৌকার প্রার্থী নাজমুল হক সাগরকে শক্ত প্রতিদ্ব›দ্বীতার মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের। প্রচারণায় তারা একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি জানালেন, স্বতন্ত্র প্রার্থীর সাথে আওয়ামী লীগের একটি অংশ কাজ করলেও বেশিরভাগই নৌকার জয়ের জন্য কাজ করছে।
মেহেরপুর দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৭৮ হাজার ৯১৫ আর পুরুষ ভোটার ২ লাখ ৭৭ হাজার ৪৯।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা