শুরু হয়ে গেছে মেট্রোরেলের লাইন বসানোর কাজ। উত্তরা থেকেই কাজ শুরু। ভায়াডাক্টের উপর ট্র্যাক বসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে মেট্রো রেলের উত্তরা অংশের কাজ। এখানে মেট্রো ট্রেন চলার সময় ট্র্যাকে ঘর্ষণের শব্দ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে রাবারে র প্যাড। আর লাইন আটকাতে চলছে ফাস্টেনিং সিস্টেমে স্ক্রু লাগানোর কাজ।
আপাতত প্রথম এক কিলোমিটার মেট্রোরেল লাইন বসানো হচ্ছে। এভাবে এক কিলোমিটার করেই পুরো মেট্রোরেলে কাজ শেষ করা হবে।
এভাবে মিরপুর ১২, ১১, ১০ হয়ে কাজীপাড়া ও আগারগাঁও পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার মেট্রোরেল ভায়াডাক্ট বা উড়ালসড়ক দৃশ্যমান হবে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, এখন উত্তরাতে রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য ফাস্টেনিং ইনস্টলেশন শুরু হয়েছে। এছাড়া ট্র্যাকে যাতে ট্রেন চলার সময় শব্দ না হয় সেজন্য রাবারের প্যাড লাগানো হচ্ছে।
একইসঙ্গে চলছে স্টেশন নির্মাণের কাজ। এরইমধ্যে আগারগাঁও পর্যন্ত স্টেশনের মাটির নিচের কাজ শেষ হয়েছে। কোথাও কোথাও স্টেশন উপরে উঠে এসেছে। উপরে উঠে আসার পর দুটো অংশ থাকে স্টেশনের এক হলো কনকোর্স আরেকটি হলো স্টেশন লাউঞ্জ। এই কাজগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
মেট্রোরেল প্রকল্প পরিচালক আফতাব আহমেদ জানান, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩৪ ভাগ। পুরো মেট্রোরেল প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৮ শতাংশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা