প্রখ্যাত কথাসিহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে ‘মেঘের পরে মেঘ’ ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।
এ ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, রিয়াজ, মাহফুজ, শহীদুল আলম সাচ্ছুু, রাজীব আহমেদ, সুব্রত, জামিলুর রহমান শাখা, খালেদা আক্তার কল্পনা, প্রবীর মিত্র, এ কে এম জাহাঙ্গীর খান, আমীর সিরাজী, মাজনুন মিজান, শিশুশিল্পী প্রমি আতিক প্রমুখ।
এটি প্রচারিত হবে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল তিনটা ত্রিশ মিনিটে।
আরোও পড়তে পারেন : সোনাগাজীতে জোয়ারের পানিতে প্লাবিত ১০ গ্রাম