অনলাইন ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার (৯ জুন) মধ্যরাতে মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও দুজন পানিতে ডুবে নিখোঁজ হন।
নিখোঁজ দুই শ্রমিক হলেন মো. মিজানুর ও সাজু শিকদার।উদ্ধার হওয়া দুই শ্রমিক হলেন মো. মহিউদ্দিন ও নাঈম শিকদার। তাদের প্রত্যেকের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলায়। তাদের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।ঘটনাটি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পরাদর্শক মো. ওয়াহিদ্দুজ্জামান।
মোহনপুর নৌফাঁড়ির পরিদর্শক মো. ওয়াহিদ্দুজ্জামান জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বালুভর্তি বাল্কহেড মক্কা মদিনা ৩ বুধবার রাতে মোহনপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়। হঠাৎ বাল্কহেডটি পানিতে ডুবে যায়।এ সময় ছাউনির ওপর থাকা দুই শ্রমিক মো. মহিউদ্দিন ও নাঈম শিকদার সাঁতরে তীরে উঠতে পারলেও ভেতরে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক ডুবে যান।
ধারণা করছি বাতাস ও ঢেউয়ের কারণে এটি পুরোপুরি ডুবে গেছে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সকাল থেকে নদীতে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান চলছে।’