মেঘনা নদীতে ঘনকুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রবিবার দিবাগত রাত একটার দিকে মেঘনা নদীর মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মাহমুদা খাতুন (২৫) ও তার ছয় বছরের শিশু সন্তান। নিহতরা কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী বলে জানিয়েছেন লঞ্চটির মাস্টার নুরুল ইসলাম।
বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ফারহান-৯ নামের যাত্রীবাহী লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হিজলা থানার ওসি অসীম কুমার সরকার জানান, হিজলা থানাধীন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এই সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে ফারহান-৯ লঞ্চটি কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চে থাকা মা ও শিশুর মৃত্যু হয়।
কীর্তনখোলা-১০ লঞ্চের ম্যানেজার ঝন্টু জানান, ফারহান-৯ লঞ্চটির কোনো রাডার না থাকায় কুয়াশার মধ্যে কীর্তণখোলা লঞ্চটির মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা