অনলাইন ডেস্ক
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তার পরিবারের সদস্যদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আমরা নির্দেশনাটি ইতোমধ্যে মাঠপর্যায়ে জানিয়ে দিয়েছি। রি-বক্সিং করতে যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা প্রকল্প পরিচালক গ্রহণ করবেন।
রি-বক্সিং এর কাজে জনবলসহ অন্যান্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত/পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবেন। এক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে এবং দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিং এর কাজ শেষ করতে হবে।
এছাড়া মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ডগুলো আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলেও সুপারিশ করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এ ছাড়া মৃত ব্যক্তিদের কার্ড বিতরণে একটি কমন ফরমেট/ছক প্রস্তুত করার বিষয়ে এনআইডি অনুবিভাগ এবং আইডিইএ প্রকল্প একসঙ্গে কাজ করতে পারে বলেও পরামর্শ দেন।
সাধারণত নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কারও কাছে স্মার্টকার্ড হস্তান্তর করে না। তবে মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড মাঠ কার্যালয়ে পড়ে নষ্ট হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা