অনলাইন ডেস্ক
বিএনপিপন্থী আইনজীবীদের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন। সোমবার (১৩ ডিসেম্বর) এই মামলার শুনানি হতে পারে।
এদিকে, কানাডায় ঢুকতে না পারা ডা. মুরাদ হাসানের দেশে ফেরার কথা থাকলেও তার সঠিক অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গত ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। কানাডার বিমানবন্দরে পৌঁছালে কোভিড প্রটোকলের জটিলতায় তাকে ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি।
এর আগে, শুক্রবার দুপুরে টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মুরাদ হাসানকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে দুবাইগামী প্লেনে তুলে দেন। ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতেও ঢুকতে পারেননি।
প্রসঙ্গত, ৭ ডিসেম্বর নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা