একমাত্র টেস্টে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল।
আজ সেখান থেকে তৃতীয় দিন শুরু করেছে স্বাগতিকরা। মুশফিক ও মুমিনুলের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ।
২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ ৭৯তম ওভারে লিড নেয়। ইতোমধ্যে টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চরি হাঁকালেন মুমিনুল হক। অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।
তার সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে কতৃত্ব করছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পেয়ে গেছে তিনশ’ ছাড়ানো সংগ্রহ। বাংলাদেশ দল মুশফিক এবং মুমিনুলের ব্যাটে লিডও নিয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরি লক্ষ্য ধরে ব্যাট করছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের আগে তার দলের কেউ বড় ইনিংস খেলবে বলে কথা দিয়েছিলেন মুমিনুল। নাজমুল শান্ত দারুণ ব্যাটিং করলেও ৭১ রানে আউট হয়ে ফেরেন।
তামিমও প্রথম ইনিংসে ব্যর্থ হন। খেলেন ৪১ রানের ইনিংস। মুমিনুল তাই সেঞ্চুরি করে কথা রেখেছেন। এখন ইনিংসটা আরও বড় করার পালা। মুমিনুল যে দুইশ’, তিনশ’ রানের কথাও বলেছিলেন।